ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রদেয় রিকশা-অটোরিকশা লাইসেন্স বাণিজ্য নিয়ে কটুক্তি করায় করোনা মহামারি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা-অটোরিকশা মালিক ও চালকদের অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। ২২ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলতে থাকে। দিন বাড়ার সাথে সাথে রিকশা মালিক ও চালকদের মিছিল নিয়ে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে প্রতিবাদ সভা করার পর সেখান থেকে মিছিল নিয়ে বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন। এসময় মানববন্ধনে আগত শ্রমিক নেতারা বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা লাইসেন্স বাণিজ্য বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটাক্ষ, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে রিকশা ও অটোরিকশা মালিক ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির চক্রান্তের অভিযোগে সৈয়দ নজরুর ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর এমএ মালেক চৌধুরী এমন হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আমাদের রিকশা- অটোরিকশা মালিক ও চালকদে মধ্যে দ্ব›দ্ব তৈরি করার উদ্দেশ্যে সৈয়দ নজরুই ইসলাম ফেসবুকে যে উস্কানিমূলক লেখা পোস্ট করেছে তা খুবই দুঃখজনক। পৌর কর্তৃপক্ষ লাইসেন্স বাবদ যা ফি নির্ধারণ করেছেন আমরা তাই দিয়েছি। আমরা অতিরিক্ত কোন ফি প্রদান করিনি। সে যদি তার প্রমাণ না দিতে পারে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর আন্দোলনের যাবো। মানববন্ধনে স্বারকলিপি পাঠ করেন জেলা শ্রমিক নেতা শাহ্ মো. কামাল। মানববন্ধন শেষে শ্রমিক নেতারা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি জমা প্রদান করেন।