সোহেল আহাদ, ব্রাহ্মণবাডড়য়া
মানুষের জন্য ফাউন্ডেশনে’র নির্বাহী পরিচালক শাহীন আনাম ও ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে হিন্দু মহাজোট। গত ০৫ অক্টোবর মঙ্গলবার এই মামলা করা হয়। মামলার পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শাহীন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে হিন্দু স¤প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি, সংবিধান লঙ্ঘন করে সনাতনী হিন্দু আইন সংস্কারের উদ্যোগ, হিন্দু স¤প্রদায়কে সরকারের মুখোমুখি করে বিশৃঙ্খলা সৃষ্টি, আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে।