মাহফিজুল ইসলাম রিপন
বড়পুকুরিয়া কয়লাখনি হতে কয়লা উত্তোলনের ফলে নতুন করে ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের প্রায় দু’শ পরিবার আগামী ১০ অক্টোবরের মধ্যে জমি অধিগ্রহণের অর্থ প্রদানের জন্য আল্টিমেটাম দিয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় পার্বতীপুর উপজেলা প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ডাকা এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম ঘোষনা দেন তারা। জীবন ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, কয়লাখনি কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে দাবী মেনে না নিলে আগামী ২০ অক্টোবরের মধ্যে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খলিল, রুহুল আমীন, রেজওয়ানুল হক, আবু মুসা, মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক বোরহান আলী প্রমুখ। উপদেষ্টা ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন,কয়লা উত্তোলন অব্যাহত থাকার ফলে নতুন করে খনি এলাকার বাশঁপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ১৫ দশমিক ৫৮ একর জমি অবনমন ঘটেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার দু’শ পরিবার। এর প্রভাবে ওই এলাকার বাড়িঘরে ফাটল ধরেছে, কুয়া, টিউবওয়েল ও পুকুরের পানি প্রতিনিয়তই ভূ-গর্ভে নেমে যাচ্ছে। এতে কোন ভাবেই এ দুই গ্রামে বসবাস করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে, ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের সহযোগীতায় খনি কর্তৃপক্ষ ২০২০ সালের ১ মার্চ ৪ ধারায় ও ২৩ জুন ৭ ধারায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা হয়নি, দেয়া হয়নি ক্ষতিপূরণের অর্থ। এ অবস্থায় জীবনের ঝূঁকি নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছেন ক্ষতিগ্রস্ত দুই গ্রামের মানুষ। এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত দুই গ্রামের জমি অধিগ্রহনের প্রাক্কালন চুড়ান্ত করেছে জেলা প্রশাসন। এ জন্য প্রয়োজনীয় অর্থ প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদাপত্র পেলে তা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রæত ক্ষতিপূরণ প্রদান করা হবে।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত