শ্রীলঙ্কাকে বাগে পেয়েও সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। লঙ্কানদের ওয়ানডে সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েছিলো তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষপর্যন্ত তা আর হলো না। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই খেলায় জিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি, সঙ্গে ধনঞ্জয় ডি সিলভার ফিফটিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিলো শ্রীলঙ্কা। বিপরীতে দুশমন্ত চামিরার আগুনে বোলিংয়ের জবাবই খুঁজে পায়নি বাংলাদেশ। ডানহাতি পেসারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪২.৩ ওভারেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ১৮৯ রানে। দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করা স্বাগতিকরা শেষটায় এসে দেখল ৯৭ রানের হার।
এই হারের ফলে সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের। অন্যদিকে ষষ্ঠ ম্যাচে এসে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের খাতা খুললো শ্রীলঙ্কা। আগের সিরিজে স্লো ওভার রেটের কারণে ২ পয়েন্ট খোয়ানোয় তাদের এখন রয়েছে ৮ পয়েন্ট।