ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ও তার পরিবার। রোববার সকাল সাড়ে ১১টায় পৌরসভার ফাইভ ষ্টার সুপার মার্কেটের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্যে সাদ্দাম মোল্লা বলেন, বিগত নয় বছর পূর্বে স্ত্রী রোমা আক্তার নিশুর সাথে তার বিয়ে হয়। স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে ঢাকায় বেশ সুখেই কাটছিলো তাদের দাম্পত্য জীবন।
সম্প্রতি, শশুর মজিবর মোল্লা ও তার পুত্রবধু আইরিনের সঙ্গে অবৈধ সম্পর্কের একটি ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিলো। এরপরে ছয় বছরের শিশু কন্যাকে বাসায় একা রেখে তার স্ত্রী কাউকে না জানিয়ে অন্যত্র চলে যায়। ঘটনাটি সাদ্দামের শশুর বাড়ির পরিবারের সদস্যদের অবহিত করলে সে বিষয়ে তারা কিছুই জানেন না বলে সাদ্দামকে জানায়। পরে এ ঘটনায় কদমতলী থানায় একটি অভিযোগ ও সাধারন ডায়েরী করেন তিনি। ঘটনার প্রায় এক সপ্তাহ পর সাদ্দাম জানতে পারেন তার স্ত্রী তার বাবার বাড়ি ভাঙ্গায় গিয়েছে।
সাদ্দাম আরও জানায়, তার স্ত্রী ঘরে থাকা বেশ কিছু নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও জরুরী কাগজপত্রাদি নিয়ে যায়। পরবর্তিতে বিষয়টি নিয়ে একপর্যায়ে একাধিকবার গ্রাম্য শালিষ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিয়ে উল্টো সাদ্দাম ও তার পরিবারকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।
এ ঘটনায় সম্পৃক্তদের আইনের আওতায় আনার জোর দাবী করেছেন তিনি। সাদ্দামের বৃদ্ধ মা ভুলু বেগম জানায়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি। তিনি ও তার পরিবার এখন নিরাপত্বাহীনতায় ভুগছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ এ ঘটনার সুষ্ঠ তদন্তের জোর দাবী জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে মজিবর মোল্লা অভিযোগ অস্বীকার করে জানান, সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।