পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ডি.বি.আই ব্রিকস নামের একটি ইট ভাটা দখলে চেষ্টা চালায় স্থানীয় মহাসিন ফরাজী। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের বাঞ্চার খাল নামক স্থানে মৃত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বেপারীর ডি.বি.আই ব্রিকস আইনি জটিলতায় বন্ধ থাকার সুযোগে মৃত তাসেন আলী ফরাজির পুত্র মহাসিন ফরাজি লোকজন নিয়ে ঘর তৈরি করে দখলে চেষ্টা করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর ও ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান ঘটনা স্থলে গিয়ে জমিটি দখল থেকে রক্ষ করেন। মৃত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বেপারীর ছেলে সজিব বেপারী জানান, মহাসিন ফরাজীর নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের ভাটা দখলের চেষ্টা করে। এর আগে ভাটায় থাকা দামী যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি প্রক্রীয়া গ্রহন করবো।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা জানান, এই ভাটার জায়াগা নিয়ে সরকার ও ভাটা মালিকের সাথে হাইকোটে মামলা চলমান থাকায় দীর্ঘ দিন ভাটাটি বন্ধ রয়েছে। এই সুযোগে সন্ত্রাসী মহাসিন ফরাজী লোকজন নিয়ে বাঁশ কাঠ দিয়ে ঘর তৈরি করে দখলে চেষ্টা করে। এসময় প্রসাশনের হস্তক্ষেপে মহসনি পিছু হটে। তিনি আরো জানান, মামলায় রায় যার পক্ষে যাবে সেই এই জমির মালিক হবে, এতে তৃতীয় পক্ষের দখল করার সুযোগ নাই।