ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটিডে এর উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় পৌর শহরের শেখ কামল অডিটরিয়ামে শীতার্ত মানুষের মাঝে ২০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মো. আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটিডে এর পরিচালক ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মালেক মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংক কর্মকর্তা বৃন্ধ।