ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে জাতীয় পার্টি (জেপির) সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান বুলবুল এর বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুলবুল উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আ: খালেক শরিফের ছেলে। গত ২১ জুন এই ইউনিয়নে ইউপি নির্বাচনে বাইসাইকেল প্রতিক নিয়ে বুলবুল বিজয়ী হতে পারেনি। মতিউর রহমান বুলবুল জানান, বুধবার গভীর রাতে সে ও তার পরিবার প্রতিদিনের ন্যয় ঘুমে ছিলেন। কে বা কাহারা তার বসত ঘরের পাশে কাঠের রান্না ঘরে গভীর রাতে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয়। তখন তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ও ফায়ারসার্ভিসের কর্মীরা ছুটে আসে এবং তারা আগুন নিয়ান্ত্রনে আনেন। ততক্ষনে তার রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায় এবং অল্পের জন্য ওই পরিবারটি এ দূর্ঘটনা থেকে বেচেঁ যান । এতে তার রান্না ঘর পুড়ে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় বুলবুল বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুমুর রহমান বিশ^াস বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।