ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ক্রেন ছিড়ে পড়ে ঈসা হাওলাদার (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের নুরুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার দ্বিতীয় তলার ছাঁদের ডালাইয়ের কাজ চলাকালীন এই ঘটনা ঘটে। সে উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের সত্তার হাওলাদারের পুত্র এবং আমান উল্লাহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি পরীক্ষার্থী। নিহত ইসার সহকর্মী বরকত উল্লাহ বলেন, সন্ধ্যায় ডালাই শেষে তারা নিচে কাজ করছিল এসময়ে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে আসলে ঈসাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান সকাল আটটা থেকেই কাজ শুরু করার কথা থাকলেও মেশিনের যান্ত্রিক ত্রæটির কারণে বিলম্ব হয়। মাগরিবের নামাজ চলাকালীন এই ঘটনা ঘটেছে। করোনায় কলেজ বন্ধ থাকায় সে পড়ালেখার পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করতো। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ার যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।