ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি আনতে গিয়ে বজ্রপাতে মোঃ মোফাজ্জেল হাওলাদার (৭৫) মারা যান। গতকাল সেমাবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১ ঘটিকার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য চড়াইলে এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জেল হাওলাদার ওই গ্রামের মৃত বন্দে আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ ঘটিকার দিকে মোফাজ্জেল হাওলাদার প্লাস্টিকের দুটি ড্রাম নিয়ে পাশের বাড়ি টিউবয়েলের পানি আনতে গেলে বৃষ্টি শুরু হয়। এসময় সোয়েব বেপরীর গোয়াল ঘরে আশ্রয় নিলে গোয়াল ঘরের পাশেই বজ্রপাতের ঘটনা ঘটলে সে ঘটনাস্থলে মারা যান। গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হাসান বশার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।