ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভান্ডারিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নাই, বাকস্বাধীনতা নাই। যে কারনে মুক্তিযুদ্ধ হয়েছে সেই কথা বলার অধিকার, ভোটের অধিকার বাস্তবায়ন না হলে আমরা ঘরে ফিরে যাবনা। আওয়ামীলীগ সরকার জনগণের সাথে বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেল-ব্যাংকের রিজার্ভ সব কিছু নিয়ে প্রতারণা ও মিথ্যাচার করেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও সব পণ্যের মূল্য দ্রæত না কমালে শিগগিরই সরকার পতন আন্দোলনের ডাক আসবে। তিনি আগামী নির্বাচন তত্ত¡াবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পতনের জন্য তীব্র আন্দোলনের জন্য জনগনকে সাথে নিয়ে নেতা কর্র্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বৃষ্টির মধ্যেও উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদাক কুমার সালাউদ্দিন প্রমূখ।