ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরাজপুরের ভান্ডারিয়ায় আজ রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো.রবিউল ইসলাম হাওলাদার (১৪) অষ্টম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দিনমজুর মো. শহিদুল ইসলামের মেঝ ছেলে এবং সিংহখালী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মৃতের মামা মো. সিদ্দিকুর রহমান জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর বাবার সংসারের হাল ধরতে স্থানীয় ইকড়ি বাজারে শরিফ ডেকরেটরে শ্রমিকের কাজ করত। প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ইকড়ি-আতরখালী জনৈক মিলন হাওলাদারের বাড়ির সামনে একটি গার্ডার ব্রীজের কাজ চলে। ব্রীজের এ্যাপ্রোসের কিছু রাস্তায় বেকু দিয়ে মাটি কাটায় রাস্তা বন্ধ থাকায় ঐ মাটির স্তুপের উপর দিয়ে মূল রাস্তায় ওঠার সময়ে মাটি থেকে প্রায় ২/৩ ফুট উপড়ে পলীø বিদ্যুতের কাভার ছাড়া লাইনের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। এবিষয়ে পল্লী বিদ্যুতের আবাসিক ইঞ্জিনিয়ার সচিন্দ্র নাথ রাহা জানান, নিয়মানুযায়ী কোন এলাকায় নির্মানাধীন কোন কাজ চলমান হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত ভাবে বিদ্যুৎ বিভাগকে অবহিত করার পর বিদ্যুৎ বিভাগ তাদের একটি ডকুমেন্ট প্রদান করবেন। কিন্তুু ঐ ঠিকাদার আমাদেরকে অবহিত করেন নাই। জানতে চাইলে নির্মানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান জিয়াউল এন্টারপ্রাইজ পক্ষ থেকে বলা হয় তারা বিদ্যুৎ বিভাগকে মৌখিক ভাবে অবহিত করা হলে কাজ চলাকালিন বিদ্যুৎ বন্ধ ছিল। কাজ প্রাথমিক কাজ শেষ হওয়া পরে বিদ্যুৎ লাইন সচল করা হয়। এদিকে রবিউলের মৃত্যুতে নির্বাক অবস্থায় বারান্দার মেঝেতে পড়ে আছে মা হেলেনা বেগম। বাবা শহিদ ও খালার আহাজারিতে আকাশ বাসাত ভাড়ি হয়ে ওঠে। রবিউলকে দেখতে বাড়িতে ঘটনার পর থেকে আত্মীয়স্বজন ছাড়াও এলাকার লোক লেখা পড়ায় ভাল ছেলেটির মৃতদেহ দেখার জন্য ভিড় জমায়। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পরিবার ,স্বজন এবং এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত করা হয়নি।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত