ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. ইব্রাহীম হাওলাদার (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শাহজাহান মেম্বরের বাড়ি পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় । সে ঐ গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে এবং চার বছর বয়সী এক কণ্যা সন্তানের জনক। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মাষ্টার জনান, গত শুক্রবার রাত ৮ টার দিকে বাজার থেকে বাড়ি যায়। সে শারীরিক প্রতিবন্ধি হওয়ায় পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। স্থানীয়রা শনিবার সকালে তার মৃতদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে ভাÐারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনা স্থালে গিয়ে মৃতদেহে উদ্ধার করা হয়েছে। মৃতদেহের গায়ে কোন জখমের চিহ্ন নাই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতে বাড়ি ফেরার পথে ডোবায় পড়ে অতিরিক্ত পানি থাকায় সে আর তীরে উঠতে না পারায় মৃত্যু হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়ছে। রিপোর্ট পেলে আসল ঘটনা জানান যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার, ফেব্রুয়ারি ৩
সংবাদ শিরোনাম
- ভালোবাসা দিবসের নাটক “গল্পটা মজনু’র”
- ফকিরহাটে ২০ হাজার টন চাল জব্দ
- বরগুনায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে ভ্যাট অফিসের কর্মচারী, কর্মকর্তারা, বিপাকে ব্যবসায়ীরা
- ময়মনসিংহে আলোচিত বাবা-ছেলে খুনের ২৪ ঘন্টায় গ্রেফতার ৪
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
- আইএমএফ ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন
- মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না: শিক্ষামন্ত্রী