ভারত অধিকৃত জম্মুতে বিমান বাহিনীর ঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোরারাতে ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে।
জম্মু ও কাশ্মিরের পুলিশ দাবি করেছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবা এই হামলা চালিয়েছে।এনডিটিভি অনলাইন জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোররাত ২টার কিছুক্ষণ আগে পাকিস্তান সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে বিমানবন্দরটিতে বিস্ফোরণ দুটি ঘটে। প্রথম বিস্ফোরণটি রাত ১টা ৩৭ মিনিটে এবং দ্বিতীয় বিস্ফোরণটি রাত ১টা ৪৩ মিনিটে ঘটেছে। প্রথম বিস্ফোরণে বিমান ঘাঁটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে।বিমান বাহিনীর দুই সদস্য হামলায় আহত হয়েছেন।
জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেছেন, ‘জম্মুর ঘাঁটির উভয় বিস্ফোরণে ব্যবহৃত ড্রোনে যুক্ত করা বোমা ব্যবহার করা হয়েছে। আরেকটি অবিস্ফোরিত বোমা জম্মু পুলিশ উদ্ধার করেছে।’