এম রহমান মামুন ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীর ইউনিয়নের আওলাতলী গ্রামে অনুমোদন বিহীন অবৈধ সীসা তৈরীর কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী। রোববার সকালে ওই এলাকার শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়।
মানববন্ধনে উজ্জল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সরকার, আবুল কাশেম, পথশিশু সংগঠক নয়ন হাওলাদার, সাবেক মেম্বার আব্দুর রউফ, হাফিজ উদ্দিন, আবুল বাশার, শাজাহান খন্দকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের এলাকায় পরিবেশ বিনষ্টকারী অবৈধ সিসা কারখানা চাইনা, প্রশাসনের কাছে অবৈধ সিসা কারখানা বন্ধের জোর দাবি করেন।