এম রহমান মামুন ভালুকা,ময়মনসিংহ:
শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকার ঝালপাজা এলাকায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে ক্ষীরু নদীতে ডুবে আবু নাঈম হাসান( ১৬) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার সময় স্কুলের সামনে বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটতে নেমে পানির তীব্র ¯স্রোতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষন খোঁজাখুঁজির পর তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা।
বেলা ১টার দিকে তাঁকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাইমিনুল ইসলাম। নিহত স্কুল ছাত্র পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয়দের মাঝে নেমে আসে শোকের ছায়া।