ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াহেদ টাওয়ারে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট দানবীর আলহাজ্ব এ ওয়াহেদ। আরও উপস্থিত ছিলেন, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন, ছাত্রলীগ নেতা আল ইমরান সরকার, অনিক হাসান, আবু নোমান প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য, আন্তর্জাতিক ব্যবসায়ী, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম এ ওয়াহেদ’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।