এম রহমান মামুন ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় লকডাউন ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে কঠোর উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সোমবার বিকালে ভালুকা বাজার এলাকায় ২২জন জনসাধারণের মাঝে মোট ১১হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিন অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিন বলেন, ‘মানুষের মাঝে এখনও জনসচেতনা সৃষ্টি হয়নি। তবে আমারা চেষ্টা করছি মানুষকে সচেতনের পাশাপাশি জরিমানা আদায় করে শাস্তি দেওয়ার জন্য। আসছে বৃহস্পতিবার থেকে কড়া লকডাউনের বিষয়ে সরকার যে নির্দেশনা দিবেন তা কঠুর হাতে বাস্তবায়ন করা হবে।
Add A Comment