অনলাইন ডেস্ক: এমন অনেক সঙ্গী রয়েছে যারা ভালোবাসার মানুষ বা বিপরীত মানুষকে একঝাঁক প্রশ্নের উত্তর দিতে একদমই পছন্দ করেন না। আবার এমন কিছু বিশেষ প্রশ্ন রয়েছে যার উত্তর দিতে অনেকে অস্বস্তিও বোধ করেন। যদিও সঙ্গী হিসেবে প্রিয় মানুষটির ভালো-মন্দ দেখার দায়িত্ব রয়েছে আপনার। সেদিক থেকে অবশ্যই কিছু প্রশ্ন করতে পারেন। তবে একটু সতর্ক থাকতে হবে।
বেতন : বেতনের বিষয়ে ছেলেরা কখনো কথা বলতে চায় না। বিশেষ করে মেয়েদের সামনে ছেলের এই বিষয়টি নিয়ে কথা বলতে খুবই অস্বস্তি বোধ করে থাকেন। মেয়ের পরিবার থেকে ছেলেকে বেতনের বিষয়ে প্রশ্ন করা হলে অনেকে বিষয়টি অসম্মানিত বোধ করেন। কেননা অনেকের মতে বেতনের বিষয়ে সঠিক কথা বললেই অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে।
স্বাস্থ্য বেড়ে যাওয়া : কোনো প্রেমিকা যদি তার প্রেমিককে প্রশ্ন করে সে মোটা হচ্ছে কিনা বা স্বাস্থ্য বেড়ে যাচ্ছে কিনা তাহলে উত্তর দিতে ইতস্তত বোধ করেন সেই প্রেমিক। কেননা, প্রেমিকাকে সর্বত্রই ভালোবাসে প্রেমিক। প্রেমিকার স্বাস্থ্য বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব পায় না প্রেমিকের কাছে।
প্রাক্তনকে নিয়ে প্রশ্ন : নতুন সম্পর্কে যদি নিজেকে সুখী মনে করেন কিংবা সঙ্গীও যদি নিজেকে সুখী মনে করেন তাহলে অতীত নিয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই। বরং অতীত নিয়ে প্রশ্ন করা হলো যন্ত্রণাময় এক জীবনে ফের চোখের সামনে তুলে ধরা। তাই কাউকে অতীত নিয়ে প্রশ্ন করবেন না।
নতুন বাড়ি-গাড়ি : প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে বিয়ের পর নতুন বাড়ি-গাড়ি বা নিজ বাড়ি-গাড়িতে থাকবে। এ জন্য চেষ্টাও কম থাকে না। কিন্তু বিয়ের আগ পর্যন্ত পরিবারের সঙ্গে বসবাস করায় বিয়ের পরই আলাদা বাড়ি-গাড়ি করা সম্ভব হয় না ছেলের। এছাড়া পারিবারিক কিছু দায়বদ্ধতাও থাকে। তাই সঙ্গীকে কখনোই নতুন বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন করবেন না।