নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের ভূমি দখলদার চিহিৃত সন্ত্রাসী সুজন, তানজিল ও তার সহযোগীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে গণস্বক্ষর আদায় করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। একই সাথে ওই সন্ত্রাসীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। গতকাল দুপুরে উপজেলার জালিয়াল গ্রামের চৌকিদার বাড়িতে ভুক্তভোগী মো. বেলাল হোসেন ও তার মেয়ে শাহনাজ বেগম লিখিত বক্তব্যে ভুমি জবর দখলকারী সন্ত্রাসী সুজন, তানজিল ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এরআগে ওই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলুসহ এলাকাবাসী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ও নির্যাতিতদের কাছ থেকে গণস্বাক্ষর আদায় করেন। লিখিত বক্তব্যে বেলাল হোসেনের মেয়ে শাহনাজ বেগম বলেন, তাদের প্রতিবেশী সন্ত্রাসী সুজন, তানজিল ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন থেকে এলাকায় অ-সামাজিক কাজে লিপÍ রয়েছে। গত ৩১ মে উল্লেখিত সন্ত্রাসীরা বেলাল হোসেনের জায়গা দখল করে জোরপুর্বক সেফটি টাংকির কাজ করতে যায়। এসময় বেলাল হোসেনের ছেলে শিক্ষক ছালা উদ্দিন নোমান তাদের বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা সঙ্গবদ্ধ হয়ে তার ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ এখনো আইনগত কোন ব্যবস্থা নেয়নি। থানায় অভিযোগ করায় ওই পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উল্যা, মামুন, সিরাজ মিয়া, মো. ফারুক, ফয়েজ আহম্মদ, হেলাল উদ্দিন, ছালেহ আহম্মদসহ অনেকেই বলেন, সন্ত্রাসী সুজন, তানজিল ও তার পরিবারের সদস্যরা সমাজের কোন ব্যক্তিকেই তোয়াক্কা করে না। তারা জোর জবরদখল, মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে সমাজের মধ্যে প্রতিনিয়তই বিশৃঙ্খলা তৈরী করছে। বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু বলেন, অভিযুক্ত পরিবারের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিশ বৈধক করা হলেও তারা মোটেও বিচলিত না হয়ে আরো বেপরোয়া হয়ে উঠে। তাই প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয়দের কাছ থেকে গণস্বাক্ষর নেওয়া হয়েছে। সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ইমদাদুল হক জানান, বসত বাড়ির জায়গা দখল ও হামলার ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ