সুমন ভট্টাচার্য, ময়মনসিংহঃ
আজ ২২ মে ২০২২ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহে এসে শেষ হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করেন মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, বিশেষ অতিথি হিসেবে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, যুগ্মসচিব, ভূমি মন্ত্রণালয়, মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে এক প্রেস কনফারেন্স ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত প্রেস কনফারেন্সের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এস.এ.এম রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব),আরও উপস্থিত ছিলেন পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ, বাবুল হোসেন, সাধারন সম্পাদক, প্রেস ক্লাব, ময়ময়মসিংহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহে প্রদত্ত সেবাসমূহ হল: ই-নামজারি আবেদন গ্রহন
অনলাইনে ভূমি কর আদায়
সিএস/এসএ/ পর্চা প্রাপ্তির আবেদন
এলএ কেসের ক্ষতিপূরণ চেক প্রদান
ডিসিআর ও খতিয়ানের কপি প্রদান ও ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান। #নাগরিক_সেবার_জন্য_ভিজিট_করুন: land.gov.bd ওয়েবসাইটে ও যেকোনো সেবা ও অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে।