রাজশাহী প্রতিনিধি
ভোটকেন্দ্রে উত্তেজনা পুলিকের সাথে ভোটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভোট বর্জনের মধ্য দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের নম্বর ওয়ার্ড ও গোদাগাড়ী পৌর মেয়র উপ-নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনের হোসেনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী একেএম রাশিদুল হাসান টুলুর সমর্থকদের সাথে পুলিকের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ লাঠি চার্জ করে উত্তেজিত সমর্থকদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১ টায় কেখপাড়া এলাকার হোসেনিগঞ্জ বালক বালিকা সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এদিকে বৃহস্পতিবার ওয়ার্ডের ৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলেবিকেল ৪ টা পর্যন্ত। এর পরবর্তীতে আর কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। অন্য কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ ভাইবেই ভোট গ্রহণ চলে বলে জানা গেছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্যনিয় ছিল। কেন্দ্রে ও নির্বাচন এলাকায় পরিবেশ ঠিকরাখতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিল।
ভোটযুদ্ধে নগরীর ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এই নির্বাচনে মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক, একেএম রাকেদুল হাসান টুলু ‘ঠেলাগাড়ি’, শামিমুর রহমান ওরফে রিডার ‘রেডিও’, সোয়েব হাসান বাবু ‘ঘুড়ি’ ও সাইফুল্লাহ শান্ত ‘করাত’ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। অন্যদিকে,রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনের মেয়র পদে ভোট বয়কট করেছে গোদাগাড়ী পৌরসভার প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মিণী নারিকেল গাছ প্রতীকের প্রার্থী জান্নাতুল ফেরদাউসের। বেলা পৌনে ১২ টায় ফেসবুক লাইভে এসে তা জানানা। এসময় তিনি ভোট সুষ্ঠ হচ্ছে না, এক তরফা ভোট হচ্ছে বলে জানান। লাইভে এসে তিনি জানান,নমিনেশন পেপার জমা দেওয়ার পর থেকে হয়রানি ও পেরেশানির শিকার হয়েছি। প্রতীক পাওয়ার পরে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে টাঙ্গিয়ে ছিলাম। সেই ব্যানার ফেস্টুন দিনের বেলা থাকলেও রাতে থাকে না। সব ছিড়ে ফেলা হয়। আওয়ামী লীগের প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাসের ক্যাডার বাহিনী দিয়ে ছেড়া হয়। এসব ব্যনার ফেস্টুন পুকুরে ও নদীতে তারা ফেলে দেয়। তিনি আরও বলেন- এই বিষয়গুলো নিয়ে পুলিশ, নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তারা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানাতে বলে। এমন ভাবে আমি হয়রানি ও পেরেশানির সম্মক্ষীন হয়েছে। কেউ সহাযোগিতা করেন নি। আমার মাইক (প্রচারণা মাইকিং) করতে বাঁধা দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে এবং আমার সপরিবারে মেরে ফেরার হুমকি দেওয়া হয়েছে। আমাকে প্রতিটি কাজে বাঁধা দেওয়া হয়েছে। রাতে প্রতিটি ছেলে কর্মীর বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করেছে। সকাল বেলা আমার কর্মীদের নিয়ে গেছি কেন্দ্রে। প্রতিটি ওয়ার্ডে এজেন্ট দিয়ে পাঠিয়েছি। ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে ১৬টি কেন্দ্র। আমার কোন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আমি স্ব-শরিরে গেছি ওখানকার স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার শাহিন, জামরুল, কমিশনারের লোকজন হামলা চালিয়েছে। আমার এজেন্টকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। প্রার্থী জান্নাতুল ফেরদাউস আরো জানান- আমি সব জায়গায় ঘুরে দেখেছি,এই ভোট সুষ্ঠ হচ্ছে না। এক তরফা ভোট হচ্ছে। এই ভোট আমি মানি না, মানবো না। আমি এর বিচার চাই। আমি এই ভোট বয়কোট করছি। প্রসঙ্গত, গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গোদাগাড়ী পৌরসভার ১৬ টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ চলছে অন্যদিকে, গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গোদাগাড়ী পৌরসভার ১৬ টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা রোধে কয়েকস্তরে নিরাপত্তা জোরদার করা হয়। উপ-নির্বাচনের সার্বিক প্রস্তুতি সর্ম্পকে রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, রাসিকের ৯ নম্বর ওয়ার্ড ও গোদাগাড়ির উপ-নির্বাচনে ভোটগ্রহণ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।