জুবায়ের আল মামুন, পিরোজপুর:
সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদের বিক্ষোভে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেল যুবদল । আজ বুধবার (০৩আগষ্ট) বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে শহরের সোনালী ব্যাংক এর সামনে এলে পুলিশি বাঁধায় আটকে যায়। এ সময় পুলিশ প্রহরায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য প্রদান করেন জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ সঞ্চালনা করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান পোদ্দার।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ন সম্পাদক রিয়াজ সরদার, সহ সম্পাদক আসাদুল হক আসাদ, সহ-সম্পাদক মাসুদ খান, সহ সম্পাদক ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ শেখ(সবুজ),সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মাসুদ। ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটন সহ যুবদলের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। সারাদেশেই লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা বিষয়টি দৃশ্যমান। এজন্য জনগণ আজ রাস্তায় নেমে এসেছে।
প্রতিবাদ করায় ভোলায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যা নির্যাতণ করে জনগনকে আটকে রাখতে পারবে না, সেই দিন আর নাই। জনগন যখন জেগেছে তখন আন্দোলন করেই সরকারের পতন ঘটাতে হবে আগামী দিনে তারেক রহমান এর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। নেতা কর্মীরা আগের চেয়ে ঐক্যবদ্ধ তাই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এ সময়ে শত শত নেতা কর্মী খালেদা জিয়া ও তারেক রহমান এর নামে শ্লোগান দিতে থাকে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় এ সময় যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় এবং সভা শেষ করতে বলে এর কিছুক্ষণ পরে সভা শেষ হয়।