নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া, পিরোজপুর
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় হেলমেড ও মুখোশধারী বাহিনীর দিয়ে হামলা করে দিনমজুরের বসতঘর গুড়িয়ে সম্পূর্ণ মালামাল লুটে নিল প্রতিপক্ষরা। এসময় ৩ নারীকে পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করা হয়। ২৪ মে বুধবার সকাল ১০ টার দিকে মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আন্ধারমানিক গ্রামের বাসিন্দা চাঁনমিয়া শরীফের ছেলে মনির শরীফ ৭৬ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘবছর ধরে মা এবং স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছে।
ওই জমি নিয়ে প্রতিবেশী বিজয় বড়াল গংদের সাথে আদালতে মামলা ও স্থানীয় পর্যায় শালিস চলমান রয়েছে। বুধবার সকালে মনির শরীফ বাড়িতে না থাকার সুযোগে বিজয় বড়াল ও তার দুই পুত্র বিবেক বড়াল, বিষ্ণু বড়াল এর নেতৃত্বে হেলমেড ও মুখোশ পরা ৫০ জনের একটি ভাড়াটিয়া দল দিনমজুর মনির শরীফের বসতঘর গুড়িয়ে দিয়ে সম্পূর্ণ মালামাল লুটে নেয় এবং বাড়ির সীমানা বেড়া কেঁটে ফেলে। এতে বাঁধা দিতে গেলে মনির শরীফের মা রহিমা বেগম, বোন পুতুল বেগম ও স্ত্রী সাহিদা বেগমকে আহত করা হয়। অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর না দিয়ে বার-বার এড়িয়ে যান। মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন লিখিত অভিযোগ পেলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।