নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোসাঃ সুমাইয়া আক্তার (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিখোঁজের ১১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধার না হওয়ায় স্বজনরা আহাজারি করছেন। সুমাইয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের সৌদি প্রবাসী মন্টু হাওলাদারের মেয়ে।
সুমাইয়া আক্তার নিখোঁজ হবার ঘটনায় তার মা মোসাঃ জেসমিন বেগম গত ১২ ফেব্রুয়ারী (২০২২) মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সুমাইয়া হলতা নেছারিয়া মাদ্রাসায় নবম শ্রেনীতে লেখা পড়া করে। গত ০৯ ফেব্রুয়ারী আনুমানিক ৯ ঘটিকার সময় আমার বাড়ি থেকে বই আনতে মাদ্রাসায় যায়। পরবর্তিতে দুপুর হয়ে গেলেও সুমাইয়া বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজন সম্ভব্য সকল স্থানে খুঁজে তাকে না পেয়ে ১২ ফেব্রুয়ারী মঠবাড়িয়া থানায় সাধারন ডায়রী করা হয়। মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় রেডিও বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা চলছে।