খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের মধ্য দেবত্র গ্রামের মো: সালাউদ্দিন (৪২) নামের এর এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে ওই শিক্ষকের বাড়ির সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সালাউদ্দিন নূর আলা নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
সালাউদ্দিনের চাচা মো: কাঞ্চন হাওলাদার জানান, গত বৃহস্পতিবার সকালে ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। আনেক খোজাঁর পরেও তাকে পাওয়া যায়নি। সালাউদ্দিনের ছেলে মো: সিয়াম (১৩) জানান, শনিবার সন্ধ্যা রাতে বাড়ির এক ভাবি পাশের খালে ব্রিজের সাথে তার লাশ ভাসতে দেখে সবাইকে খবর দেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।