মঠবাড়িয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপলেজা ইউনিয়নের লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা এর ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস খানকে প্রাণনাশের হুমকিতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মোঃ আব্দুল কুদ্দুস নিজে মঠবাড়িয়া থানায় এ সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ০১/০৩/২২ ইংরেজী তাং মোঃ আব্দুল কুদ্দুস খান তাঁর কন্যা হুমায়রা জাহান শাম্মি ও ছেলে মশিউর রহমানকে টিকা দেয়ার উদ্দেশ্যে সাপলেজা থেকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। টিকাদান শেষে মঠবাডড়য়া থেকে শাপলেজায় নামার পর পূর্ব শত্রæতার জের ধরে ওৎ পেতে থাকা খেতাচিড়া নিবাসী ইউসুফ এর ছেলে আবু সালেহ, ফুল মিয়ার ছেলে মোঃ বাবুল শরীফ, কচুবাড়িয়া নিবাসী মৃত রত্তনের ছেলে মোঃ দেলোয়ার হাওলাদার ও তাদের সংগে থাকা আরও ৪/৫জন মিলে তাহার উপর অতর্কিত ভাবে হামলা করে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে ও পকেটে থাকা বেশ কিছু টাকা নিয়ে যায় এসময় মোঃ আব্দুল কুদ্দুস আহত হয়ে হাত-পা সহ তার বিভিন্ন অংশে নীলা ফুলা জখম হন। একই সময়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে বিবাদীদের হাতে থাকা দাও ও লাঠিসোটা দিয়ে আঘাত করতে গেলে জনগণ তাদেরকে ফিরিয়ে দেয় এ সময় তারা আব্দুল কুদ্দুস কে মেরে ফেলারও হুমকি দেয়। এ ঘটনায় আব্দুল কুদ্দুস জানান, আমি অত্যন্ত আতঙ্কিত অবস্থা দিন কাটাচ্ছি।প্রতিপক্ষ সন্ত্রাসী প্রকৃতির। তাদের পেছনে মদদদাতা হিসাবে স্থানীয় গডফাদাররা আমার উপর হামলার জন্য লেলিয়ে দিয়েছে।তারা যেকোন সময়ে আমার উপরে হামলা চালাতে পারে, এজন্য আমি মঠবাডড়য়া থানায় আমার জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছি। এ ব্যাপারে মঠবাডড়য়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।