স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ কয়েকজন নেতাকর্মীদের ওপর ঢাকায় হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ উল হক, প্রচার সম্পাদক ফজলুর হক মনি, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
অপরদিকে সকালে উপজেলার বান্ধাঘাটা বাজারে মানববন্ধনে গুদিঘাটা সিনিয়র আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. ছগির আকন‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজ উল্লাহ, উপাধ্যক্ষ এবিএম ইদ্রিস আলী, প্রভাষক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন মাতুব্বর।
বক্তারা হামলায় জড়িত ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে জামায়াত পরিবারের আখ্যা দিয়ে করে তাকে দল থেকে বহিস্কারের দাবি ও হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এঘটনায় মঠবাড়িয়ার সর্বত্রই উত্তেজনা বিরাজ করছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, সব ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।