স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট গ্রহনের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজমুল হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজমুল হোসেন জানান, মঠবাড়িয়া উপজেলায় আগামী ২১ জুন ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ নং তুষখালী ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ৬৮৩৮ জন নারী ও ৬৮৫৮ জন পুরুষ ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন। ভোট গ্রহণে যাতে কোন প্রকার ভোগান্তি না হয়, সে জন্য নির্বাচনে দায়িত্বে থাকা ১২৬ জন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) চালাতে নির্বাচনের দিন সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রাখা হবে।