স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর
করোনা পরিস্তিতিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনা বাহিনী। ২৬ হর্স শেখ হাসিনা সেনা নিবাস অধিনায়ক লেঃ কর্ণেল সফিউল আলম (পিএফসি) এর নেতৃত্বে উপজেলার সাংগ্রাই ও গোলবুনিয়া গ্রামে জেলে পল্লী এলাকায় শারীরিক দূরত্ব বজায় রেখে অর্ধ শতাধিক কর্মহীন পরিবারের হাতে ১০ কেজি চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৬ হর্স শেখ হাসিনা সেনা নিবাস এর ওয়ারেন্ট অফিসার আঃ জলীল, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, জুলফিকার আমীন সোহেল, শাহাদাৎ হোসেন, ইসরাত জাহান মমতাজ প্রমূখ। ২৬ হর্স শেখ হাসিনা সেনা নিবাস এর ওয়ারেন্ট অফিসার আঃ জলীল বলেন, অধিনায়ক লেঃ কর্ণেল সফিউল আলম (পিএফসি) এর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হানিসার মানবিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।