নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকের রেকর্ডীয় সম্পত্তির লক্ষাধিক টাকার বনজ ও ফলজ গাছ জোর করে কেঁটে নিল প্রতিপক্ষরা। এ ঘটনায় ওই কৃষক একরাম বাদি হয়ে এমাদুল হক কে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারিক হাকিম মো. কামরুল আজাদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ভুক্তভোগী একরাম উপজেলার দেবীপুর গ্রামের মৃত. মোঃ ফুল মিয়া মাস্টারের ছেলে ও অভিযুক্ত এমাদুল মৃত. নজরুল ইসলামের ছেলে। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার দেবীপুর মৌজা জে.এল-৭, এস.এ ৬৯৯/৭০৫ নং খতিয়ানের ৩০ নং দাগের পূর্ব পুরুষ থেকে ভোগ দখলীয় ও রেকর্ডীয় সম্পত্তির লক্ষাধীক টাকার গাছ একই এলাকার দস্যু ও লাঠিয়াল প্রকৃতির এমাদুল হক ও তার দলবল গত ১২ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত জোর করে কেঁটে ফেলে। ওই চক্রের হাতে দেশীয় অস্ত্র থাকার কারনে পুলিশের বিশেষ সেবা সার্ভিস (৯৯৯) নম্বরে কল দেয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় গত ১৮ জুলাই একরাম বিজ্ঞ আদালতে মামলা করেন। বাদী পক্ষের আইনজীবী শামীম আহম্মেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।