স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টি (এরশাদ)‘র কর্মিসভা মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি। জাতীয় পার্টি ও দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম মঠবাড়িয়া শাখার সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদকমো. রফিকুর ইসলাম টুকু, প্রভাষক আব্দুল মোতালেব, প্রভাষক শাকিল আহম্মেদ, প্রভাষক ফারুক হোসন, সাবেক ইউপি চেযারম্যান, সেলিম জমাদ্দার, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি আঃ রহমান আল নোমান, জাপা নেতা শেখ জাহাঙ্গীর হোসাইন প্রমূখ। ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রশাংসা করে বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন ও ভালোবাসেন। যে কারনে জাতীয় সংসদে ও ব্যক্তিগত ভাবে তার কাছে উন্নয়ন মূলক যা কিছু দাবি করি তিনি আমার সে দাবি পুরণ করেন।