স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর :
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে দোকান ঘর সংস্কার করার সময় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য সহ ৩ জন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় দোকান মালিকের চাচা মহিউদ্দিন আহম্মেদ বাদি হয়ে প্রতিপক্ষ মাসুম বিল্লাহসহ ৪ জন নামীয় ও অজ্ঞাত ৯ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত মাসুম বিল্লাহর নামে গ্রেপ্তারী ও অন্যান্য আসামীদের সমনের আদেশ দেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন আহম্মেদের ভাতিজা ও বীর মুক্তিযোদ্ধা মৃত. গফফার হাওলাদারের ছেলে মাশবেকুল আজম রবি ওরফে মিলনের ডিসিআর কৃত জমিতে দোকান ও ভেতরের অংশে বসতঘর তুলে বহু বছর ধরে ভোগ দখল করে আসছে। বর্তমানে মিলন ঢাকায় বসবাস করছে। তার আদেশে গত ৯ সেপ্টেম্বর রাজমিস্ত্রী বনি আমীন দোকান সংস্কার করার সময় পাশের অংশে থাকা মাসুম বিল্লাহ ও তার বাহিনীরা বনি আমীনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় যুবক নিজাম সরদার ও ইউপি সদস্য মেরিন গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর জখম বনি আমীন ও নিজাম সরদারকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ও ইউপি সদস্য মেরিনকে প্রথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, আসমী মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।