স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর গ্রামে পৌর সড়কের পাশের গাছ কেঁটে ফেলেছে মমিন গাজী ও তার দুই ছেলে। এছাড়াও স্থানীয় কবির গাজীর বসত বাড়ির গাছ কেঁটে নেয়ার চেষ্টা চালায় তারা। এ ঘটনায় ওই গ্রামের মৃত. সোনা গাজীর ছেলে কবির গাজী (৪১) বাদী হয়ে মমিন গাজী (৬৭) ও তার দুই ইসমাইল (৩৫) এবং বাবুল গাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মঠবাড়িয়া থানার এএসআই সাঈদ গতকাল সোমবার সকালে ঘটনায়স্থল পরিদর্শণ করেন। কবির গাজী জানান, আপন চাচা মমিন গাজীর সাথে তাদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত রিরোধ চলে আসছে। তিনি সরকারি কর্মচারী ছিলেন। তার এক ছেলে বর্তমানে সরকারি চাকরী করেন। তারা বহু বছর থেকে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে আমাদেও জমি দখল করে রাখছে। আমাদের বাড়িতে প্রবেশ করতে তার বাড়ির সামনে দিয়ে পৌর সভার সড়ক। রোববার বিকেলে সড়কের মাটি চটে বিভিন্ন প্রজাতির গাছ কেঁটে ফেলে ও বসত বাড়ির গাছ কেঁটে নেয়ার চেষ্টা চালায়। এ অভিযুক্ত ব্যপারে মমিন গাজী গাছ কেঁটে ফেলার সত্যতা অকপটে স্বীকার করে বলেন, জমি আমার। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।