মঠবাড়িয়া, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে (অনূর্ধ্ব-১৭) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মঠবাড়িয়া পৌরসভা একাদশ। গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঐতিহ্যবাহী শহীদ মোস্তফা খেলার মাঠে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মঠবাড়িয়া পৌরসভা একাদশ (১-০) গোলে ৫নং সদর ইউনিয়নকে পরাজিত করে। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্মেন্সের জন্য পৌরসভা একাদশের সোভন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই সঙ্গে এ তরুণ খেলোয়াড় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও লাভ করেণ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়ের মধ্যে অতিথিরা ট্রফি তুলে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুুল হক সেলিম মাতুব্বর, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, পৌর কান্সিলর মতিয়ার রহমান মিলন, ছাত্রনেতা তুষার মিলন, স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাবেক খেলোয়াড়সহ সুধি সমাজের লোকজন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্ণামেন্ট শু৬রুহয় ২৮ মে। প্রথমে ৪ দিনের টুর্নামেন্টে কথা থাকলেও পরে ১দিন বাড়িয়ে ৫ দিনের করা হয়। এতে মঠবাড়িয়া পৌরসভা ও ১১ টি ইউনিয়ন সহ মোট ১২টি দল অংশ গ্রহন করে। টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচের বিভিন্ন পজিশনে খেলা সেরা খেলোয়াড়দের নিয়ে, মঠবাড়িয়া সেরা একাদশ নির্বাচন করে জেলা পর্যায়ের (অনূর্ধ্ব-১৭) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বলে জানা যায়। আগামী ৬ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মঠবাড়িয়া একাদশ খেলবে ইন্দুরকানি একাদশের বিরুদ্ধে।