নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় আ‘লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে সদর উপজেলার আঙ্গুলকাঁটা গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সোমবার রাতে সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বন্ধবপাড়া বাজারে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ‘লীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ। তিনি গত কয়েক দিন ধরে বিভিন্ন ইউনিয়নে এ প্রতিবাদ ও সচেতনতা সভা করে আসছেন। এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় আ‘লীগ নেতা মজিবর রহমান মুন্সী, আঃ হামিদুল হক মোল্লা, মাস্টার জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা রামীম আহমেদ, শাহীন মিয়া নবী, মো. রফিক জমাদ্দর, শ্রমিক লীগ নেতা আসলাম জমাদার, শাহীন খান প্রমুখ। প্রধান অতিথি মো. তাজউদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসীর মাধম্যে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার-সুপারভাইজার। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। এরা দেশের বিরুদ্ধে সব সময়ই ষড়যন্ত্র করে আসছে। এদের রুখতে হবে, তাই তিনি দলীয় নেতা-কর্মিসহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।