স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাসুম মৃধা (৪১) নামে এক কীটনাশক ওষুধ ব্যবসায়ীর বসত ঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনি একই এলাকার জসিম মৃধা (৪৯), বাবুল মৃধা (৫০) সহ ৬ জনের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করলে সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) এর নেতৃত্বে একদল পুলিশ রোববার ঘটনায়স্থল পরিদর্শণ করেন। মাসুম মৃধা উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের হারুন মৃধার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, মাসুম মৃধা টিকিকাটা মাদ্রাসা এলাকায় ৪৬৩০ নং দলীল মূলে ৫ কাঠা জমি সাব কবলায় কিনে বসবাস করে আসছেন। প্রতিপক্ষরা তাকে উৎখাত করার জন্য একাধিক বার তার ওপর হামলা, বাড়ির সীমানা ও বসত ঘর ভাংচূর এবং হয়রানী করে আসছে। গত ১১ জুন রাতে আবারও তার ওপর হামলা চালিয়ে বসতঘর গুড়িয়ে দেয়। এ ব্যপারে অভিযুক্ত জসীম মৃধা একাধিক বার ঘর গুড়িয়ে দেয়ার সত্যতা স্বীকার করে বলেন, সে এখানে কোন জমি পাবে না। তার দাদা মাদ্রাসার নামে লিখে দিয়েছে। সে (মাসুম মৃধা) একটি ভুয়া দলীল বের করেছে।