নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাইক্লোন সেল্টার ও নব নির্মিত আধুনিক ৪ তালা বিশিষ্ট একাডিম ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলীী ফরাজি। গতকাল বুধবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে “দেলোয়ারা মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এর আগে তিনি মঙ্গলবার উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব নির্মিত ৪ তালা বিশিষ্ট একাডিম ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসীম, প্রফেসর মোতালেব হোসেন, বারুল বাশার, এমপির জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, সমাজ সেবক মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই লেখা-পড়া করিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ার পথ নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতে যেন শিক্ষা প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি ও রাজণীতি প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।