স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের মঠবাড়িয়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের থানাপাড়া সড়েকে ভার্চুয়াল পদ্ধতিতে শুভ উদ্বোধন করবেন ব্যাংকের ব্যাবস্থাপণা পরিচালক তাজুল ইসলাম।
আউটলেট এর সত্ত¡াধিকারী তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান হাওলাদার, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, ব্যবসায়ী মনির হোসেন, সাংবাদিক মজিবর রহমান, হেড অফিসের এ্যাকজিকিউটিভ অফিসার সাইদুর রহমান, সাফা বন্দর শাখার জুনিয়র অফিসার মোঃ সাহাবুদ্দিন প্রমূখ।