জুবায়ের আল মামুন, পিরোজপুর:
মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মীনী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাহান আরা বেগম এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ। বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নূরুল হুদা আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সেচ্ছাসেবক লীগ সভাপতি রাসেল পারভেজ রাজা,সাধারন সম্পাদক সুমন সিকদার প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন । এসময়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫ এর ১৫ আগষ্ট রাতে সকল শহীদদের রুহের মাফিরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সকল অংগসংগঠনের নেতা কর্মীরা।