সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একদিনে ০৬ ফেব্রুয়ারী ২০২৩ ইং সকাল পর্যন্ত বিভিন্ন অপরাধ ও মামলায় ২৬ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার আসামী,নিয়মিত মামলার আসামী, দস্যুতার চেষ্টা মামলার আসামী, অন্যান্য মামলার আসামী, জিআর গ্রেফতারী পরোয়ানা মামলার আসামী, সিআর গ্রেফতারী পরোয়ানা মামলার আসামী, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা মামলার আসামী রয়েছে।
এবিষয়ে ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) বলেন,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’ পিপিএম ‘র নির্দেশে ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।
মাদক, জুয়া,চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড রোধ কল্পে এবং বিজ্ঞ আদালতের গ্রেফতারী ওয়ারেন্ট এর আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করে থাকে কোতোয়ালী মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান।