ময়মনসিংহে ডিভোর্সি স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকায় মঙ্গলবার (১ জুলাই) সকালে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ডিভোর্সি স্ত্রী রওশন আক্তারকে (৪২) ছুরিকাঘাতে হত্যা করে প্রবাসী স্বামী রাকিবুল করিম রাকিব (৫০) নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

নিহত রওশন আক্তারের বাড়ি নেত্রকোনার রাজুর বাজার এলাকায় এবং ঘাতক রাকিবের বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়। রাকিব দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন এবং কিছুদিন আগে দেশে ফেরেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রাকিব বোরকা পরে কাজের মেয়ে সেজে গুলকিবাড়ি এলাকার একটি বাসায় ঢোকেন। সেসময় তিনি তাদের কলেজ পড়ুয়া ছোট মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। হত্যার পর রাকিব নিজেই আত্মহত্যা করেন।

রওশন আক্তারের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। ডিভোর্সের পর রওশন দুই মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ কর্মকর্তা, কোতোয়ালি থানার পুলিশ ও ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তারা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছেন।

পুলিশ বলছে, এটি হত্যা-পরবর্তীতে আত্মহত্যা না-কি অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা তা তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement