ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ২১ মে শনিবার বিকাল ৩ টায় নগরীর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৩,১৪,১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। সম্মেলন এর উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং,ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
ওয়ার্ড সম্মেলনে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বৃন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকদের সঞ্চালনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।