ময়মনসিংহে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে চাউল বিতরণ  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :

সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ময়মনসিংহ।

আজ ২৫ জুন (বুধবার)এই অনুষ্ঠানে শতাধিক অসহায় নারীকে জনপ্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হয়। অতিথিরা নিজের হাতে নারীদের মাঝে এই সহায়তা পৌঁছে দেন।

জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, “সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এই সহায়তা কার্যক্রম তারই অংশ।”

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, “ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সহযোগিতায় করেন,সুকতারা কল্যাণ সংস্থা(এল কে এস)শাপলা মহিলা সংস্থা(এস,এম,এস)।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement