সুমন ভট্টাচার্য ,ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গাঁজাবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপভ্যানও জব্দ করা হয়েছে। রবিবার ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় এসব অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
ময়মনসিংহ ডিবি ওসি মো. মফিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালাচ্ছে ডিবি। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই মো. তোয়াবুল ইসলাম খান ও তার সঙ্গীয় ফোর্স গৌরীপুর উপজেলার বারুয়ামারী এলাকায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে সিমেন্টের স্ল্যাবে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুই মাদক কারবারি প্রশান্ত চন্দ্র দেব ও কার্তিক মোহালীকে গ্রেফতার করা হয়।
এদিকে ডিবির এসআই পিন্টু কুমার রায় ও তার দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা খামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তারা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ভাটিভাগড়া এলাকার মো. ইব্রাহীম খলিল এবং রুদ্রগ্রামের মো. ফয়জুর রহমান।
ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের মাধ্যমে অভিনব কৌশলে মাদক পাচার করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।