সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গৌরীপুরে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল (২৪ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ’খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর সহ অভিযানে নামে তার টীম।
ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্টেট ফৌজিয়া নাজনীন নেতৃত্বে গাঁজা সেবনকারী ও সংরক্ষণের দায়ে এ চার মাদকসেবীকে দণ্ড প্রদান করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা গৌরিপুর উপজেলার সহনাটি পাঁচপাড়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে নূর মোহাম্মদ (২৬) কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড, পেচাংগিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ খোকন মিয়া (৩৭) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড, সানিয়াপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ জামরুল ইসলাম (৪৭) কে ছয়
মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, পাছার বাজার এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০) কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া নাজনীন বলেন, মাদকমুক্ত উপজেলা হবে গৌরিপুর। মাদকের সাথে কোন আপোষ নেই। এ অভিযান অব্যাহত থাকবে।