ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মসজিদ ও মেয়েদের নামে জমি লেখে দেওয়ায় সেলিম মিয়া (৪৫) তাঁরই আপন ভাই হেলাল (৪৯) ও ভাতিজা স্বপন (২৬) গংদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোক্তাভোগী পরিবার গতকাল মঙ্গলবার (২৪ মে) ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ২৪/৫/২২-৩৭। জানাযায়, উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর পশ্চিম পাড়া এলাকার মো. সেলিম মিয়ার কোন ছেলে সন্তান না থাকায় তাঁর সম্পত্তি থেকে কিছু অংশ আপন ২ মেয়ে ও মসজিদের নামে লেখে দেন।
এতে চরম ক্ষিপ্ত হয় তাঁর ভাই হেলাল ও ভাতিজা স্বপন গং। পরে গত ১৮/০৫/২২ ইং তারিখ সকাল বেলায় মেয়েদের আর জমি লেখে না দেওয়ার হুমকি দিয়ে আকস্মিক ভাবে এলোপাথাড়ি হামলা করেন তাঁরই আপন ভাই ভাতিজারা। এতে তাঁর ডান হাত ভেঙ্গে যায় ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেণ।
পরে সেখান থেকে চিকিৎসা শেষে সেলিম মিয়া নিজ বাড়ীতে যেতে চাইলেও ভাই হেলাল ও ভাতিজা স্বপন গংদের হুমকির ভয়ে বাড়ী যেতে না পেরে বর্তমানে মেয়ের জামাই বাড়ী কুশমাইলে অবস্থান করছেন বলে তিনি জানান। স্থানীয় মোঃ তুষার আলম বলেন, জানান সেলিম খুবই সহজ সরল মানুষ। তিনি তাঁর জমি থেকে কিছু সম্পত্তি মেয়েদের ও মসজিদে দান করলে মসজিদের ঐ জমি বেদখলের নামে সেলিমকে মারধর করে। এটি খুবই ন্যাক্কার জনক ঘটনা আমরা এলাকাবাসী আসামীদেরকে গ্রেফতার করে শাস্তির দাবী জানাচ্ছি। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ এর চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বাদী পক্ষ আমাকে অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।