রাশিয়ার রাজধানী মস্কোর বাণিজ্যিক কেন্দ্র গ্র্যান্ড সেতুন প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৩ জুন) স্থানীয় সময় সকালে আগুন লাগার ঘটনাটি ঘটে।
স্থানীয় বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়, বাণিজ্য কেন্দ্রের ভেতরে ১৫ থেকে ২০ জন মানুষ এখনো আটকা পড়ে থাকতে পারেন। এরই মধ্যে সেখান থেকে ১২৫ জনকে জরুরি বিভাগের কর্মকর্তারা জীবিত উদ্ধার করেছেন। মিনিস্ট্রি অব ইমারজেন্সি সিচুয়েশন বলছে, অগ্নিকাণ্ডে আহত দুই ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানেই চিকিৎসাধীন অবস্থাতে আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত ভিডিয়ো থেকে দেখা যায়, মস্কোর এই বাণিজ্য কেন্দ্র থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ে যাচ্ছে। স্থানীয় বাযা টেলিগ্রাম চ্যানেল বলছে, বহুতল ভবনটির পাঁচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের তাণ্ডব শুরু হওয়ার পর যে সমস্ত ব্যক্তি ভবনের ভেতর থেকে বাহিরে বের হতে পারেননি তাদেরকে ষষ্ঠ এবং সপ্তম তলায়; আর বাকিদের ছাদে অবস্থান নিতে বলা হয়েছে।
বাণিজ্য কেন্দ্রের কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দিচ্ছে না সরকার। ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার সামরিক সংঘাত চলছে তখনই এমন অগ্নিকাণ্ডের ঘটনাটি সামনে এলো।
উল্লেখ্য, ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য এরই মধ্যে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। যে কাজে কয়েকশ ফায়ার ফাইটারকে ইতোমধ্যে নিযুক্ত করা হয়েছে।