কুমিল্লা প্রতিনিধি
মহানগর আবাসিক সমাজকল্যাণ সমিতির আসন্ন নির্বাচনের কমিশন গঠন নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে যেকোনো সময় এলাকার পরিস্থিতি অশান্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে অনেক বাড়িমালিকরা। তারা সংশ্লিষ্ট প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।
সমাজকল্যাণ অধিদপ্তরের পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারী মাসে র প্রথম সপ্তাহে মহানগর আবাসিক সমাজ কল্যাণ সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত ৩১ ডিসেম্বর বর্তমান কমিটি একটি বিশেষ সভা আহ্বান করে। উক্ত সভায় নির্বাচনে অংশগ্রহণকারী একাধিক দল উপস্থিত ছিলো। কিন্তু বর্তমান কমিটি উপস্থিত সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে নিজেদের পছন্দ অনুযায়ী লোকজন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করে। যা সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী।
কারন গঠনতন্ত্র অনুযায়ী বিশেষ সাধারণ সভা আহ্বান করতে কমপক্ষে ১৫ দিন আগে নোটিশ ঘোষণা করতে হবে। অথচ বর্তমান কমিটি ১০ দিন আগে এই বিশেষ সাধারণ সভার আহ্বান জানান। বর্তমানে মহানগর আবাসিক সমিতির সদস্য সংখ্যা ৬১১ জন। এর মধ্যে উক্ত সভায় উপস্থিত ছিলেন মাত্র ৬০ জন। গঠনতন্ত্র অনুযায়ী দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলে কোরামপূর্ণ হবে এবং কোরামপূর্ণ সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন। কিন্তু বর্তমান কমিটির সভাপতি সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে নির্বাচন কমিশন গঠন করে। সমাজকল্যাণ অধিদপ্তর বরাবর লিখিত আবেদনে বর্তমান কমিটির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সংশ্লিষ্ট প্রশাসনের তত্ত¡াবধানে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।