বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মাসহ শীর্ষ দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে এবং তাদের ফাসির দাবীতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বাউফল উপজলা শাখার উদ্দোগে প্রায় দুই সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার লোকের উপস্থিতিতে বাউফল- কালাইয়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বাউফল উপজলা শাখার সভাপতি মাও.ইসমাইল,ইমাম সমিতির সভাপতি মাও.মোঃ.শাহজাহান,অধ্যক্ষ মাও.আঃ হাই,মাও.সোহেল মাহমুদ মফিজ, মাও.সৈয়দ ইউসুফ কামাল, আল-আমিন সহ প্রমুখ । এসময় বক্তারা বিজেপির মুখপাত্র নুপুর শর্মা সহ শীর্ষ দুই নেতার গ্রেফতার ও ফাসি দাবী করেন।